রাজাপুর সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা, মালামাল লুট - The Barisal

রাজাপুর সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা, মালামাল লুট

  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২০, ০৬:৪৭
  • 745 বার পঠিত
রাজাপুর সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা, মালামাল লুট
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি রাজাপুরে সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, ক্যামেরা ও ল্যাপটপসহ কয়েক লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে (১২ অক্টোবর) এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলমগীর শরীফ।

অভিযোগ থেকে জানা যায়, সংবাদ প্রকাশের জের ধরে সাবেক ছাত্রলীগ নেতা, আবুল হাসানাত সুমন, উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন, রাজিব ফরাজি, জাকারিয়া নয়ন, দুলাল তেওয়ারী, বিএনপি নেতা কাজল শরীফ, রেজোয়ান, সোহেল, সোনাসহ আরও ১০-১২জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ক্লাবে হামলা চালায়। রাজাপুর সাংবাদিক ক্লাবের সামনের সাইবোর্ড ভাঙচুর করে এবং অফিসের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যামেরা ও ল্যাপটপ লুটে নেয় এবং টেলিভিশন-আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে আরও লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে হামলাকারীরা।

সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সম্পাদক এনামুল হক অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কী ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে, পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিকরা জানান, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কার করে ভাড়া চুক্তিতে সাংবাদিক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ভঙ্গ করে ভবন ছাড়ার নোটিশ দেওয়ায় আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশকে লঙ্ঘণ করে আদালত অবমাননা করা হয়েছে। বিষয়টি আদালতকেও যথাযথভাবে অবহিত করা হবে।

হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মহল তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় অভিযুক্তদের মতামত পাওয়া যায়নি।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলার পর জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট