বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে কর্মজীবী শিশুদের চিত্রাংকন –ও ছড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
গত সোমবার বিকালে পটুয়াখালী সদর উপজেলা কনফারেন্স কক্ষে জেলা সুরক্ষা কমিটির সহযোগিতায় ও আভাস উদ্যোগে শিশু সুরক্ষা কমিটির সদস্য মাহফুজা ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রাংকন –ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ী কর্মজীবী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ সময় উপস্থিত ছিলেন ইডাব্লুসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার সুলতানা রাজিয়া, চাইল্ড ফ্যাসিলিলেটর কাকুলী আক্তার, সৈয়দ সালাউদ্দিন বাবু ও অভিভাবকবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হচ্ছে কেয়ামনি, অন্তরা দাস ও নূরে জান্নাত এবং ছড়া প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হচ্ছে হ্যাপী, আয়শা আক্তার ও নুসরাত জাহান রিমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও লতিফা জান্নাতী বলেন প্রতিযোগিতা অংশগ্রহনে শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় আছে, কিন্তু অংশগ্রহন অনেক সম্মান ও মর্যাদা বহে আনে প্রতিযোগীর জীবনে।