বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রী ধর্ষণ: বাবা-মাসসহ ধর্ষক ছেলে গ্রেপ্তার - The Barisal

বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রী ধর্ষণ: বাবা-মাসসহ ধর্ষক ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২০, ০৫:৪৩
  • 696 বার পঠিত
বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রী ধর্ষণ: বাবা-মাসসহ ধর্ষক ছেলে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের আগৈলঝাড়ায় কলেজেছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক সুখদেব জয়ধরকে গ্রেপ্তার করছে পুলিশ। সেই সাথে এই মামলার আসামি ধর্ষকের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

কলেজছাত্রীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়- শুকদেব জয়ধরের সঙ্গে তার দেড় বছরের সম্পর্ক। সম্পর্কের সুযোগে শুকদেব প্রথমে তাকে একদিন ধর্ষণ করে। পরে বিয়ের কথা বলে আরও একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে শুকদেব আনুষ্ঠানিকভাবে বিয়ে না করে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে হয়ে গেছে বলে দাবি করে। বিষয়টি শুকদেবের পরিবারকে জানানোর জন্য চাপ দিলে সম্প্রতি সে গোপনে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে বিয়ে করে। বিয়ের পরেও গত সোমবার রাতে একা ঘরে থাকার সুযোগে জানালা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায় ওই ছাত্রী। তবে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে শুকদেব পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, সোমবার রাতেই বিয়ের দাবিতে শুকদেবের বাড়িতে অবস্থান নেয় ওই ছাত্রী। পরে বুধবার রাতে ধর্ষক ও তার বাবা-মাকে আসামি করে একটি মামলা করে। সেই মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে প্রথমে বাবা-মাকে থানায় নিয়ে আসা হয়। পরে ছেলেকে খবর দিলে সেও চলে আসে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট