বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় একদিনে তিন লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি আত্মহত্যা, একটি রহস্যজনক এবং এটি পানিতে ডুবে মৃত্যু রয়েছে।
উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজ লক্ষী রায় (৫০) এর লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পারিবারিক কলহের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষী ঘরে থাকা বিষপান করে। মুমূর্ষ অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজ লক্ষী রায়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
একইদিন সকালে রামানন্দেরআঁক গ্রামে পানিতে ডুবে বুদ্ধিমন্ত হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত গুরুদাস হালদারের পুত্র। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে বিষয়টি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ওইদিন দুপুরে মারিয়া নামের সাত বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। মারিয়ার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার কন্যা।