বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ন্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ মাদক ছেড়ে আলোরপথে ফিরে আসতে রেঞ্জ ডিআইজির আহবানে আত্মসমর্পণ করা দম্পত্তিকে কলস ভর্তি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বরিশালের জেলার গৌরনদী মডেল থানার নবাগত ওসি আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দম্পত্তিকে গ্রেফতার করা হয়।
ওসি আফজাল হোসেন জানান, বুধবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বড় কসবা গ্রামের করিম চোকদারের বসতঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় করিম চোকদারের বসতঘর থেকে একটি সিলভারের কলসের মধ্যে থেকে ৫১২ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা করিম চোকদার (৪৯) ও স্ত্রী রিনা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এঘটনায় রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’