বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর টাকা ও র্স্বনালঙ্কার লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজলোর চরমন্তাজ ইউনয়িনরে চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী ওই গৃহবধূ দুই সন্তানের জননী। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে তিন যুবক বোরকা পরে ওই গৃহবধূর ঘরে প্রবশে করে তাকে ধর্ষণের পর টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তার স্বামী স্থানীয় বাজারে এবং ৬ বছর বয়সী মেয়ে ও ৯ বছর বয়সী ছেলে ঘুমিয়ে ছিল।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন জানান, ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
পটুয়াখালীর অতিরিক্তি পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে।