বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ \ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের উপ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ প্রার্থী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গতকাল রোববার দুপুর সাড়ে বরোটায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এখানে লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, শনিবার বিকেলে তাদের নির্বাচনী কার্যালয়ে দুইবার হামলা চালায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। এসময় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের ৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ৮ জন কর্মীকে মারধর করে রক্তাক্ত জখম করে। এধরনের হামলা করে তারা নির্বাচনী মাঠ থেকে বিএনপির নেতা কর্মীদের দূরে রেখে আগামী ২০ অক্টোবর ভোট প্রদানের দিন একচেটিয়া ভোট ডাকাতি করে বিজয়ী হবার চেষ্টা করছে আওয়ামীলীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ। এই অপচেষ্টা রুখতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চঁান, আবুল হোসেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।