বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ দেশব্যাপি অব্যাহত ধর্ষণ,খুন নারী নিপীড়ন বন্ধ ও বন্ধ পাটকল চালুর দাবীতে সড়ক আবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রবিাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে রাজপথ অবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার (১৯ই) অক্টোবর বেলা ১১টায় অশি^নী কুমার হলে সামনের সড়ক তারা অবরোধ করে রাখার পর যান চলাচল ব্যহত হলে পুলিশ তাদের সড়িয়ে দেয়।
এরপর তারা সমাবেশ করে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, গণ আন্দোলন সংহতির বরিশাল মহানগর আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ।
এখানে বক্তারা বলেন, আইন নয়; এর প্রয়োগ ঘটাতে হবে। স্বৈরাচারী এবং তোষণের নীতির পরিবর্তন করতে হবে ধর্ষকদের উপযুক্ত শাস্তির বেলায়। এসময় বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ নয়;এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার নয়, এরসাথে ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্থ হবে।