বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৯ অক্টোবর।। পটুয়াখালীর কলাপাড়ায় উজ্জল কাজী (৩৫) নামের এক যুবককে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট আটক র্যাব-৮ এর সদস্যরা। পায়রা বন্দর এলাকা থেকে সোমবার সকাল ৭টার দিকে তাকে আটক করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মঙ্গলবার সকালে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দ করা করা ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো.রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত উজ্জল কাজী পেশায় একজন মোটরসাইলেক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। সে দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসার সাথে জড়িত। উজ্জল কলাপাড়ার বাদুরতলি এলাকার শাহজাহান কাজীর ছেলে।