বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়খালীতে দেশব্যাপী ধর্ষন- নির্যাতনের প্রতবাদে এবং ফেনীতে ধর্ষন বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের কর্মীরা।
গতকাল ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সমীর কর্মকার, সহকারী সাধারন সম্পাদক সুভাষ নাগ, বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা কমিটির সভাপতি অধ্যাপক মুস্তাাফিজুর রহমান, জেলা যুব ইউনিয়নের কে এম হাই খান , জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক সোহেল মৃধা, যুগ্ম আহবায়ক তানিয়া আক্তার, বদরপুর ইউনিয়ন যুব ইউনিয়নের সভাপতি সোহাগ মৃধা প্রমুখ।
সভায় বক্তারা ফেনীতে ধর্ষন বিরোধী লং মার্চ হামলার জন্য সরকারের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবী করেন। এর আগে কলেজ রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয় হতে সিপিবি উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে উক্ত সমাবেশ করে।