বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর গৌরবময় জন্মশত বার্ষিকী-তে “মুজবি বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণায় বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণে এলজিইডি অক্টোবর-২০২০ মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষনা করা হয়ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী এলজিইডি এর উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর সোমবার বেলা ৩টায় পটুয়াখালী সদর উপজেলাধীন উপজেলা হেডকোয়াটার (সোনালী বাজার) হতে বাদুরা জি.সি পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু করে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করেন পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুস সাত্তার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারি প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক), সহকারি প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস, উপ-সহকারি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ-সহকারি প্রকৌশলী মোঃ এনামুল কবির সরদারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
২০২০-২১ অর্থ বছরে গ্রামীন সড়ক মেরাতম কর্মসূচীর আওতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় প্রতিটিতে ২টি করে জন গুরুত্বপূর্ণ সড়ক নির্বাচিত করে নিয়মিত রক্ষাণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময়ান্তর রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ২২ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ করা হবে।
এবিষয়ে পটুয়াখালী এলজিইডি অফিসের সিনিয়র সহকারি প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক) জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ এর আওতায় ঐ সমস্ত রাস্তাগুলো নিবার্চিত করা হয়েছে যেগুলো জন গুরুত্বপূর্ণ এবং যে সড়কগুলো কিছু কিছু অংশ মেরামত করলে সড়কগুলো আরও কিছু বছর যাতায়াতের উপযোগি হবে। তিনি আরও জানান নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে সড়কের ক্ষয়ক্ষতি কমে আসবে, সরকারের অর্থ সাশ্রয় হবে, দুঃস্থ মহিলাদের কর্মসংস্থান হবে এবং জনগনের ভোগান্তি লাঘব হবে।