বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মতো বরিশালেও নেূ চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে। নৌ শ্রমিকদের সব দাবি এখনই মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নৌযান মালিকরা। শারদীয় দুর্গাউৎসবকে সামনে রেখে যাত্রীবাহি লঞ্চগুলো ধর্মঘটের বাইরে রয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের মধ্যস্থতায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বৈঠকে বসে শ্রমিক-মালিকরা। মধ্যরাত পর্যন্ত দীর্ঘ বৈঠক চললেও সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সাংবাদিকদের জানান, দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনঢ় থাকায় সমঝোতা হয়নি। ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী এ ধর্মঘট শুরু করছেন তারা। একই দাবিতে গত দেড় বছরে আরও তিনবার ধর্মঘটে গিয়েছিল তারা।
এদিকে প্রথমে ধারনা করা হয়েছিল সব প্রকার নৌযান চলাচল ধর্মঘটের আওতায় রয়েছে। শারদীয় দূগা উৎসবের কারণে যাতবিাহি লঞ্চগুলোকে ধর্মঘটের বাইরে রাখার সিদ্ধান্ত হয়।