বিয়ের আশ্বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার - The Barisal

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ০৫:১৬
  • 738 বার পঠিত
বিয়ের আশ্বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের আশ্বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন, যার নং-৯, তারিখ: ১৯-১০-২০২০।

এর পর রাতেই এসআই মাহাবুল আলম খান অভিযান চালিয়ে সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত সাজ্জাদ গাজী উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাজ্জাদ গাজীর।

সাজ্জাদ প্রেমের সূত্র ধরে ওই কলেজছাত্রীর বাসায় আসা-যাওয়া করত এবং সে তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণও করেছে।

সর্বশেষ সোমবার সন্ধ্যায় ধর্ষক সাজ্জাদ গাজী ওই ঘরে গেলে বিয়ের জন্য বলেন কলেজছাত্রী। এর পর সাজ্জাদ বিয়ে না করার জন্য বিভিন্ন টালবাহানা শুরু করেন। এ ঘটনার পর সোমবার রাতে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার পর সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেন।

মঙ্গলবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গত ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষক সাজ্জাদের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিয়ের আশ্বাসে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করত সে। সোমবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীর মা বাজারে কাজে গেলে একা পেয়ে আবারও ধর্ষণ করে সাজ্জাদ।

ধর্ষক বিয়ে নিয়ে টালবাহানা করায় কলেজছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট