বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন কীভাবে করা হবে তা জানা যাবে আগামীকাল বুধবার। এদিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে সংবাদ সম্মেলন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয়, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কীভাবে করা হবে, নাকি হবে না- তা জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।
করোনাভাইরাসের কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।