বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল বিভঅগের তিনটি ইউপি নির্বাচনের দুটিতে আ’লীগ প্রার্থী এবং এবটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লঅভ করেছে। বরিশালের উজিরপুরে এবং বাকেরগঞ্জের কলসকাঠীতে আলীগ প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করলেও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ঘটেছে উল্টো ঘটনা। সেখানে আ’লীগ প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফজলুল গাজি। আসারস প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী নৌকা প্রতীকের আ: মালেক আকন্দ পেয়েছেন ৪ হাজার ৪৮৩ ভোট। অপর দিকে বাকেরগঞ্জের কলসকাঠীতে আ‘লীগ মনোনীত প্রার্থী পেয়েছেন ৬৩৬৪ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ২১৩৪ ভোট।
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে নৌকা প্রতিকে প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫শত ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৬শত ৬৮ ভোট।