বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার।। পদোন্নতিপ্রাপ্ত বরিশালের ১৪ জন সহ দেশের ১৭৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দফতরের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। গত ১ অক্টোবর এই কর্মকর্তারা উপ-পরিদর্শক (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বরিশালের ১৪ জন: ১. এসআই মোঃ নিজাম উদ্দিন চৌধুরী (বিএমপি বরিশাল), ২. এসআই মো: আতাহার হোসেন সিকদার আরআরএফ বরিশাল, ৩. এসআই মোঃ বকতিয়ার হোসেন মোল্লা (বিএমপি বরিশাল) ৪. এসআই মোঃ আব্দুস সালাম (বরিশাল জেলা), ৫. এসআই মোঃ আব্দুল মালেক মিয়া (বিএমপি বরিশাল), ৬. এসআই সৈয়দ কামরুজ্জামান (বরিশাল জেলা), ৭. এসআই মোঃ নেছার উদ্দিন তালুকদার (বিএমপি বরিশাল), ৮. এসআই মো: নুরুজ্জামান (আরআরফ বরিশাল), ৯. এসআই মো: ফারুক হোসেন (আরআরএফ বরিশাল), ১০. এসআই মোঃ আব্দুল কাইয়ুম মোল্লা (বরিশাল জেলা), ১১. এসআই মো: জাকির হোসেন (বিএমপি বরিশাল), ১২. এসআই মো: আব্দুল হাই ( আরআরএফ বরিশাল), ১৩. এসআই মো: মোস্তফা রহমান (বিএমপি বরিশাল), ১৪. এসআই আব্দুল মমিন সিকদার (আরআরএফ বরিশাল)
বরিশালের ১৪ জন সহ দেশের ১৭৯ পুলিশ পরিদর্শককে বদলির প্রজ্ঞাপন পড়তে এখানে ক্লিক করুন