বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ১৭৫টি মন্ডপে কঠোর নিরাপত্তায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন শুরু হয়েছে। পুরোহিতরা মন্ডপে মন্ডপে বোঁধনসহ বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু করেন শারদীয় দূর্গা পূজা।
এ বছর করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের কারনে সরকারের নির্দেশনা প্রতিপূজারী ও দর্শনার্থীকে মুখে মাস্ক সহবিভিন্ন শর্তারোপ মেনেই জেলার ৮টি উপজেলায় ১৭৫ টি মন্ডপে দুর্গা পূজা শুরু হয়েছে বলে পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট. কমল দত্ত জানান। পূজা মন্ডপ সমূহের মধ্যে সদর উপজেলায় ২৪টি, বাউফল উপজেলায় ৬৩টি, দশমিনা উপজেলায় ১৫টি গলাচিপা উপজেলায় ২৮টি, রাঙ্গাবালী উপজেলায় ০৪টি, কলাপাড়া উপজেলায় ১৭টি, মির্জাগঞ্জ উপজেলায় ১৬টি ও দুমকি উপজেলায় ০৮টি। প্রতি মন্ডপে পুলিশ, আনসার, ভলান্টিয়ার ছাড়াও র্যাব ও পুলিশের টহল টীম নিরাপত্তায় প্রহরায় থাকবে বলে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান। #