বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পীডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আগুনমুখা নদী থেকে এসব মৃতদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড।
নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)।
এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার ওসি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘পুলিশের সহযোগিতায় ও কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে আজ সকালে আগুনমুখা নদী থেকে নিখোঁজ ওই পাঁচ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রাঙ্গাবালী থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আগুনমুখা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ হন।