বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪আক্টোবর।। পটুয়াখালীর কলাপাড়ায় নুপুর মন্ডল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকাল নয়টার দিকে পৌর শহরের নাইয়াপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা নিজ বাসার শয়ন কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। মৃত নুপুর কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ও ব্যবসায়ী মহাদেব মন্ডলের কণ্যা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত শিক্ষার্থীর আতœহত্যার কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।