পটুয়াখালীতে বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার বিচার দাবী - The Barisal

পটুয়াখালীতে বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার বিচার দাবী

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৩:২৬
  • 859 বার পঠিত
পটুয়াখালীতে  বসতবাড়ি  থেকে উচ্ছেদ চেষ্টার  বিচার দাবী
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পৈতৃক সূত্রে প্রাপ্ত মাথাগোজার বসত ভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টার প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এতিম ছেলে-মেয়েরা। থানা পুলিশের কাছে অভিযোগের প্রতিকার না পেয়ে লিখিতভাবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ৮ ভাই বোনের পক্ষে মেঝ বোন দিনমজুর শাহিনুর বেগম। এ ঘটনাটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে উত্তর সুবিদখালী কলেজের সামনে কামার হাওলা এলাকায়।
পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কাছে লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযোগকারীনীর চাচাতো ভাই মাসুদ খান (৪০), খলিল খান(২৮), মেহেদী হাসান(২৪) ও মিঠুন খান (১৯) ও ভ্রাতুষ্পুত্র সাবেক ইউপি মেম্বর নাসির হাওলাদার অভিযোগকারিনীর পিতা মোঃ ফটিক খানের মৃত্যুর পূর্বে চাচা মোঃ গোলাপ খানের সাথে জমি জমার ভোগদখল নিয়া বিরোধ অত্র এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ১১ (এগার জন) জন সালিশ বৈঠকে তার বাবা ফটিক খানকে বসতবাড়ী থেকে ০.২২ (বাইশ) শতাংশ জমি মাপিয়া ভোগ দখলে দেন। তার (অভিযোগকারিনী) দাদা হানিফ খানের নাল জমি তার চাচা গোলাপ খান দাদার কাছ থেকে জাল – জালিয়াতী করে সাব কবলা এবং দানপত্র দলিল রেজিঃ করিয়া নেয়। এ ঘটনা প্রকাশ হলে বিগত ১৫.১০. ১৯৬৩ ইং তারিখ চাচা গোলাপ খান কিছু জমি তার দাদাকে ফেরত দিলেও সম্পূর্ন জমি ফেরত দেন নাই। বাবা ফটিক খান তার জীবদ্দশায় উত্তর বসত বাড়ীতে ঘর দরজা নির্মান করে অভিযোগকারিনী তার ৮ ভাই বোনদেরকে নিয়ে বসবাস করা অবস্থায় বাবা মৃত্যু বরন করিলে বাবার রেখে যাওয়া বসত বাড়ীতেই বসবাস করে আসতে থাকলেও তাদেরকে বাবার কোন নাল জমি ভোগ করতে দেয়নি চাচাতো ভাইরা।
চাচাতো ভাইরা অত্যন্ত প্রভাবশালী এবং তাহাদের আত্নীয় স্বজনও অনেক প্রভাবশালী হওয়ায় শালিস বিচার মানছে না বরং বাবার রেখে যাওয়া বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করছে প্রভাবশালী চাচাতো ভাইরা। তারা গভীর রাতে ঘরের চালে ইট, পাটকেল নিক্ষেপ করে। ঘরের দরজায় ফঁাকা দিয়া ঘরের মধ্যে রামদা, ছেনা ঢুকাইয়া দিয়ে খুন জখম করার ভয়ভীতি প্রদর্শন করে। শাহিনুররা সেচ্ছায় বসতবাড়ী ছেড়ে না গেলে খুন জখম করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। বসতঘর নির্মান করতে গেলে মাসুদ খানগং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন জখমের ভয়ভীতি দেখায়ে কাজ বন্ধ করে রাখে বলে জানান দিনমজুর শাহিনুর ।
অভিযোগকারীনি শাহিনুর বেগম ও তার বোন কোহিনুর বেগম সাংবাদিকদের জানান, উচ্ছেদ চেষ্টার প্রতিকারের জন্য মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও কোন ফল না পেয়ে জেলা পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমরা অসুস্থ বৃদ্ধা মাতাকে নিয়ে খোলা আকাশের নিচে থাকছি। বাবার রেখে যাওয়া বসতভিটায় ঘর নির্মানকরে নিরাপদে বসবাস করতে পারি তার জন্য প্রশাসনের কাছে জোর দাবী করেছেন শাহিনুর বেগম ও কোহিনুর বেগমসহ ৮ ভাইবোন। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট