বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৬অক্টোবর।। ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জানতা। মঙ্গলবার সকাল ১১টায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির পৌরসভার সভাপতি মাও. মো.মাসুম বিল্লাহ রুমি, সাধারণ সম্পাদক মাও. ফেরদাউসুল হক গাজী, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির পৌরসভার উপদেষ্টা হাফেজ মো.আল-আমিন সরদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ সিকদার প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।