বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ॥ পেঁয়াজ ও চল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী তৎপরতা বন্ধ করার দাবীতে সারাদেশ ব্যপি সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে বরিশালে মানববন্ধন পথ সমাবেশ করেছে গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।
আজ বৃহস্পতিবার (১২ই) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়েছে। বরিশাল গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধন ও ফথ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক দুলাল মজুমদার, শ্রমীকনেতা আব্দুর রাজ্জাক সিকদার, ছাত্রনেতা নবীন আহমেদ, সাকিবুল ইসলাম শাফিন, মোঃ জাবেদ ও নারী নেত্রী ইয়াসমীন সুলতানা।
এসময় বক্তরা বলেন, বর্তমান সরকার উন্নয়নের দোহাই দিয়ে আজ সারা দেশের সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে। এই স্বৈরাচার সরকার দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে যার কারনে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে।