বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে এক গৃহবধুকে তার সন্তানের গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করেছে প্রতিবেশী লিটন সরদার নামক এক যুবক। এ ঘটনায় ২৭ অক্টোবর উজিরপুর মডেল থানায় ধর্ষক লিটন সরদারকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন নির্যাতনের সিকার ওই গৃহবধুর স্বামী। ঘটনার পর পরই অভিযুক্ত লিটন সরদার এলাকা ছেড়ে পালিয়েছে। জানাগেছে, উজিরপুর উপজেলার পশ্চিম শোলকের বাসিন্দা ছগির মৃধা প্রয়োজনীয় কাজে ঢাকায় যাওয়ার সুযোগে গত ২২ অক্টোবর রাত ১১ টার দিকে একই গ্রামের রাজ্জাক সরদারের পুত্র লিটন সরদার ঘরে ঢুকে ওই গৃহবধুর দেড় বছরের সন্তানের ( রিয়া মনি’র) গালায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তাকে জোড় পূর্বক ধর্ষন করে। উজিরপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের সিকার গৃহবধুকে মেডিকেল পরিক্ষার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। মামলাটি তদন্ত করে আসামীর বিরুদ্বে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।