বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৮অক্টোবর।। পানি বিদ্যুতের সংকট, সড়কের বেহল দশা, চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা, দুর্বৃত্ত কতৃক জমি দখলের চেষ্ট, শিক্ষা ব্যবসস্থা সংকট ও ঘুষ দুর্নীতি ও নগরিক জীবন বিপর্যয় এসব সমস্যার প্রতিকারের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহর পট্টীতে কলাপাড়া নগরিক উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, আতাজুল ইসলাম, দিবাকর পিন্টু ও মতিউর রহমান মতিন। বক্তারা জনজীবনের আশু সমস্যা সমাধানের দাবী জানান।