পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - The Barisal

পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২০, ০৫:৩৮
  • 896 বার পঠিত
পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ মহানবী (সঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর বড় জামে মসজিদ সংলগ্ন পুরাতন আদালত মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আর আই এম অহিদুজ্জামানের সঞ্চালনায় ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম সরোয়ার, জয়েন্ট সেক্রেটারি মাস্টার আবদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক- মাওলানা আবুল হাসান বোখারী, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি-মাওলানা আবদুর রাজ্জাক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাও মো. আবু সাঈদ, জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন সিকদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি-মাওলানা আবুল বাশার;, ইসলামী আন্দোলন পটুয়াখালী সদর উপজেলার সেক্রেটার মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ই.শা ছাত্র আন্দোলনের সভাপতি-ইলিয়াস আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, আমরা মুসলমানরা নবী মুহাম্মদ সা. কে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। মহানবীর অপমান সইবো না আমরা মুসলমানরা। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিতে চায়। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বিশ্বশান্তির দূত হযরত মহানবী সা. এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্বের রুখে দাঁড়াতে হবে এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশ থেকে ফ্রান্স সরকারের দূতাবাদ উঠিয়ে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী করেছেন বক্তারা। সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পিডিএস মাঠে গিয়ে শেষ করে মিছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট