বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের বেতন-ভাতা ও পর্যায়োন্নয়নসহ ১০দফা দাবিতে লাগাতার আন্দোলনের ৮ম দিনে কর্মবিরতি পালন ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। গতকাল বৃহস্পতিবার (২৯অক্টোবর) প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর
১টা পর্যন্ত কর্ম-বিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষুব্ধ কর্মচারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। কুচক্রীদের কালো হাত ভেঙ্গে দাও- ইত্যাদি নানা শ্লোগান দেয়। এ সময় কর্মচারি পরিষদের সভাপতি মো: মজিবুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান জনি, গাড়ী চালক মো: আলমগীর হোসেন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা তাদের ১০দফা দাবি মেনে না নেয়া হলে ক্যাম্পাস অবরুদ্ধসহ আরও কঠর আন্দোলনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত ৯অক্টোবর পবিপ্রবি’র তৃতীয়-চতুর্থশ্রেণীর কর্মচারি পরিষদের পক্ষ থেকে পেশকৃত স্মারকলিপিতে বেতন-ভাতা বৃদ্ধি ও পর্যায়োন্নয়নসহ ১০দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে ২০ অক্টোবর
পর্যন্ত আল্টিমেটাম দেয়। দাবি না মানলে ২১ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে। ঘোষিত কর্মসূচির ৮মদিনে সকাল সাড়ে ৯ থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে।