বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভবানীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সহ ১ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ক্ষতিগ্রস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (অতিঃদাঃ), পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।
জেলা প্রশাসক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া অগ্নিকান্ডের পিছনে কারো হাত আছে কিনা তা দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।