বেতাগীর আলোচিত বজলু হত্যা মামলার ২ নম্বর আসামি শাহিন খলিফাকে আটক করেছে সিআইডি পুলিশ - The Barisal

বেতাগীর আলোচিত বজলু হত্যা মামলার ২ নম্বর আসামি শাহিন খলিফাকে আটক করেছে সিআইডি পুলিশ

  • আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২০, ০২:০৮
  • 789 বার পঠিত
বেতাগীর আলোচিত বজলু হত্যা মামলার ২ নম্বর আসামি শাহিন খলিফাকে আটক করেছে সিআইডি পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ এর সময় বরগুনার প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ছগির হোটেলের সামনে থেকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) এর এস আই সেলিম সরদার এর নেতৃত্বে শাহীন কে গ্রেফতার করা হয়।

বরগুনার বেতাগী উত্তর হোসনাবাদ গ্রামের মৃত মোতালেব খলিফার ছেলে বজলু খলিফা কে খুন করা হয়। ০৬/০৯/২০১৮ মৃত বদলে খলিফার স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আসামিরা হলো,১। সুলতান খলিফা (৫০) ২।শাহিন খলিফা (৪৫) ০৩। টুকু খলিফা(৩৫) ০৪। মোঃ খোকন খলিফা(৪০) ০৫।মোহাম্মদ মজিবর(৪৭) ০৬।মিলন ফকির (২৪) ০৭।পাখি বেগম(৩৭) ০৮।সুখি বেগম(৩০) ০৯।সোনিয়া বেগম(৩৫) ১০। মঞ্জু বেগম(৪২) ১১। রাসেল মোল্লা(২৪) ১২। রফিক গাজী(৩০) ১৩। ইউসুফ গাজী(৫৭) ১৪। হাজেরা বেগম(৫৩)

মামলায় উল্লেখ করা হয় ০৪/১১/২০১৮ তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক আটটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা মৃত বজলু কে জোরপূর্বক ১ নং আসামী সুলতান খলিফার বাড়ির মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাড়ির উত্তর পাশে খালে ফালাইয়া দেয়। অনেক খোঁজাখুঁজির পরে ০১ নং সাক্ষী সগির খালিফা ও ০৩ নং সাক্ষী মনির খলিফা বজলু খলিফার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন।

মৃত বজলুর ভাই ছগির বলেন, অনেকদিন লুকিয়ে থাকার কারণে আমার ভাইয়ের হত্যা মামলার আসামি শাহিনকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। আজকে তাকে গ্রেফতার করায় আমি সন্তুষ্ট আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তিনি আরো বলেন শাহীন বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করাই হচ্ছে শাহিন এর কাজ।

বরগুনা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(CID)এর এসআই সেলিম সরদার বলেন, অনেকদিন গা ঢাকা দিয়ে ছিল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার শহীদ মিনার চত্বর থেকে বজলু হত্যার দুই নাম্বার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগামীকালকে আদালতে প্রেরণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট