বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলার দৌলতখানে ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে হাজার হাজার তৌহিদী জনতা বিশাল মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বাদ জুমা উপজেলা মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঐতিহ্যবাহী চরখলিফা মাদ্রাসার মোহাদ্দেস ও মার্কাজ মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, মাওঃ ফয়জুল্যা, কাঠপট্রি মাদরাসার শিক্ষক ক্বারী ইব্রাহীম প্রমূখ। সমাবেশে বক্তারা বাংলাদেশে ফ্রান্সের দুতাবাস বন্ধ ও ফ্রান্সের পন্য বর্জনের জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। চরখলিফা মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ্ব হজরত মাওঃ ফয়জুল্যাহ সাহের মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।