বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
গতকাল ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম এর সঞ্চালনায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এবং পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান। আলোচনা করেন জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদের। হামদ পাঠ করেন আব্দুল্লাহ আল রফিক, কোরআন তেলওয়াত করেন হাফেজ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে ক ও খ গ্রুপে ৩০ জনকে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠনে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম