বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমাবার সকাল ১০ টায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন, দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভমিছিল ও সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাইম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মহসিন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, শিক্ষক নেতা ফরমুজল হক মাষ্টার, সংগঠনের সাধারণ-সম্পাদক অধ্যক্ষ. মাওলানা মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ অলিউল্লাহ, মাওঃ আশ্রাফ উদ্দিন, মাওঃ ফয়জুল্ল্যাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষনা দেন ।