বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও উপজেলা নির্বাহী আফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাউফল, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান।
র্যাব সূত্রে জানাগেছে, রবিবার রাত ৮টা হতে ভোর ৫টা পর্যন্ত সরকার কর্তৃক ইলিশের প্রধান প্রজনন মৌসুম ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকা সত্ত্বে মাছ ধরার অপরাধে পটুয়াখালী জেলার বাউফল থানার চর ওয়াডেল সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় ইলিশ মাছ ধরার অপরাধে জেলে মোঃ সবুজ মোল্লা, মোঃ হাসান খান, মোঃ আব্দুল আজিজ, শংকর দাস, মোঃ খোকন হাওলাদার, মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, এবং মোঃ আব্দুর রহিম প্রত্যেককে ০১ (এক) বৎসরকরে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) (খ) ধারা মোতাবেক কারাদন্ডে দন্ডিত করা হয়। এ অভিযান চলবে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলাম জানান।