বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জে থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎতের অভিযোগ পাওয়া গেছে দুই কর্মচারীর বিরুদ্ধে। এমনই অভিযোগ পাওয়া যায় ওই সমিতির অফিস সহকারী মোসাঃ রজিনা বেগম (২৬) ও কহিনুর বেগম (৪০) এর বিরুদ্ধে। এ ব্যাপারে সমিতির মালিক মোঃ রফিকুল ইসলাম মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং- ৪২৩। সাধারন ডায়েরি সূত্রে জানাযায়, রজিনা ও কহিনুর দীর্ঘদিন ওই সমিতিতে চাকুরী করতো। সব কিছুই তাদের কাছে থাকতো। এ সুযোগে তারা রিসিভ এর মাধ্যমে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, জমি ক্রয়বাবদ রেপে স্বাক্ষর দিয়ে ৪ লক্ষ টাকা এবং মালামাল ক্রয়বাবদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ সমিতি থেকে মোট ১০ লক্ষ টাকা নেয় তারা। এ টাকা নেওয়ার পরে লাপাত্তা হয়ে যায়। কোন খোঁজ খবর না পেয়ে, মোবাইল নম্বর (০১৩১৫ ৯৪১৫৫৩) কল করে টাকা চাইলে আজ-কাল দিবো বলে সময় ক্ষেপন করে। এমনকি সমিতির মালিককে মামলা ও প্রাণনাশের হুমকি প্রদান করেন বলেও সমিতির কর্তৃপক্ষ জানান। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।