বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥
বরিশালে যথাযোগ্য মর্যদায় জাতীয় চার নেতার প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ ও আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে স্বরন করেছে বিসিসি মেয়র এবং বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
আজ মঙ্গলবার (০৩ই) নভেম্ববর সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয় এনেক্স ভবন সংলগ্ম জাতীয় চারনেতার অস্থায়ী প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ করার মাধ্যমে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এরপরপরই পূস্পাঘ অর্পণ করে সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি পাবলিক প্রসিকিউটর এ্যাড,একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ মহানগর নেতৃবৃন্দ।
এছাড়া আরো শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঠন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা ফুলের শ্রদ্ধা জানান।
এর পরে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে জেলা সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রেখে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিস,মহানগর সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর, জেলা নেতা এ্যাড শেখ আব্দুল কাদের, এ্যাড গোলাম সরোয়ার রাজিব,প্যানেল মেয়র গাজী নঈমুল হক লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।