বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কীর্তনখোলা নদীর বরিশাল-চরকাউয়া খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন- হারুন হাওলাদার (৪৫), মালেক শরীফ (৪৩) ও শাহীন মোল্লা (২৫)।
তাদের সবার বাড়ি চরকাউয়া ইউনিয়নে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সাড়ে ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান তিনজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার বশির আহম্মেদ জানান, জনপ্রতি নির্ধারিত ২ টাকার পরিবর্তে ৫ টাকা ও ১০ টাকা করে আদায় করায় জনপ্রতি দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। শেষে অর্থদণ্ড দিয়ে মাঝিরা ছাড়া পান।