বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার।। ZOOM ভার্চুয়াল প্লাটফর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত বাংলাদেশ পুলিশের ১০০০ টি অফিসের VPN কানেক্টিভিটির হস্তান্তর ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে VPN কানেক্টিভিটির শুভ উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এছাড়াও সংযুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।
এ সময় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।