বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পটুয়াখালীতে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত। গতকাল ০৪ নভেম্বর বুধবার সকাল ১০ টায় পিডিএসএ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মহানবী (সঃ) অপমান করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখা জমইয়তে হিযবুল্লাহর সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ ইলিয়াস, জেলা যুব হিযবুল্লাহর সভাপতি ইঞ্জিনিয়র মোঃ
গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা যুব জমইয়তে হিযবুল্লাহর সাধারন সাধারন সম্পাদক মাওলানা
মোঃ আঃ হালিম, পৌর যুব হিযবুল্লাহ কমিটির সভাপতি মাওলা মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ আঃ
হাই, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নুরুজ্জামান তরিক, পৌর শাখার সভাপতি হাফেজ আহমেদ উল্লাহ, মাওলানা আবু জাফর প্রমুখ।
বক্তারা ফ্রান্সের রাস্ট্র প্রধান ম্যাক্রো’কে নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন আখ্যায়িত করে ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহবান জানান। সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা
মোঃ মহিউদ্দিন।