বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন প্রথম ভাষণে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, আমরা বিভক্তি চাই না। আমরা চাই ঐক্য, একতা। শনিবার পেনসিলভ্যানিয়া রাজ্যে তার বিজয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউজের টিকেট নিশ্চিত হয়ে যায়। এরপর রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন- আমরা এমন ঐক্য চাই যেখানে কোনটি লাল রাজ্য (অর্থাৎ রিপাবলিকানরা যেখানে বিজয়ী হয়েছেন) আর কোনটি নীল রাজ্য সেদিকে তাকাবো না। আমরা শুধুই দেখবো যুক্তরাষ্ট্রকে। তিনি এদিন যুক্তরাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।