বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ করেন।
অভিযোকারী মেহেন্দিগঞ্জ পৌরসভাপর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান নাদিম উপস্থিত না থাকায় তার সাক্ষ্য নিতে পারেননি তদন্ত কমিটি।
২৩ আগস্ট মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির লিখিত অভিযোগ করেন স্থানীয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাদিম। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মাদ হাসান ইমাম সাক্ষরিত চিঠিতে পটুয়াখালীর সিভিল সার্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে পরবর্তী ১৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ওই কমিটি শনিবার তদন্তের প্রথম দিন অতিবাহিত করেছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, নিরপেক্ষভাবে তদন্ত প্রতিবেদন দিতে কাজ চলছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদ অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে তদন্ত কমিটির যে কোনও সুপারিশ মেনে নেবেন বলে জানান তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন