বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৮ নভেম্বের।। পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৭ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বরিবার বেলা এগারোটায় উপজেলার মৎস্য আলীপুর মার্কেট থেকে ৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া শনিবার রাতে ৩ মন জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। জব্দকৃত এসব জাটকা ইলিশ বিভিন্ন এতিখানা মাদ্রাসার বিতরন করা হয়। এসময় কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই কামরুজ্জামান ও উপজেলা মৎস্য ফিল্ড সহকারী কর্মকর্তা টুটুল দাস উপস্থিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে এসব জাটক জব্দ করা হয়েছে। তবে জাটাকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।