বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঝালকাঠি প্রতিনিধি \
‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। পৌরসভা চত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। ঝালকাঠি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিলীপ কুমার হালদার।