বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় ভূমি দখলবাজ ও চাঁদাবাজদের হাত থেকে চল্লিশ বছরের বসতঘর রক্ষার জন্য আকুতি জানিয়েছেন স্কুল শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নেছার উদ্দিন। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক বসত-বাড়ি অবৈধ দখল, ভাংচুর, চঁাদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গতকাল (৭ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানিয়েছেন তিনি। এ সময় মো. নেছার উদ্দিনের মা আলেয়া বেগম, বোন মাহমুদা আক্তার ও আরেক ভূক্তভোগী বকুল বিবি।
লিখিত বক্তব্যে শিক্ষক নেছার উদ্দিন জানান, জেলার গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ডের শ্যামলীবাগে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জায়গার ১৫ শতাংশ জমি লিজ নিয়ে বাড়ি-ঘর তুলে গত ৪০ বছর ধরে সেখানে তারা বসবাস করে আসছে এবং গত ২০ বছর ধরে নিয়মিত পৌর করও পরিশোধ করেন তারা। তা সত্ত্বেও স্থানীয় কতিপয় প্রভাবশালী ভূমি দখলবাজ ও চাঁদাবাজ মোস্তফা কামাল, দুধা মিয়া, আনোয়ার মোক্তার, নীল কৃষ্ণ বিশ্বাস, নীল মাধব বিশ্বাস, জামাল মৃধা, স্বপন আকন, সাইফুল ইসলাম ও ফোরকান মিয়াসহ আরও অজ্ঞাত ৪/৫ জন তাদেরকে মারধর ও গাছপালা কেটে অবৈধভাবে দখল করে নেয়। বর্তমানে তাদের চল্লিশ বছরের বসবাসকৃত বসতবাড়ি জোরপূর্বক দখলের পঁায়তারা চালাচ্ছে। দখলবাজরা তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বাসাবাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়ে এবং তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার কিংবা কোন সুবিচার অদ্যাবধি পর্যন্ত পায়নি তারা।
এদিকে মোস্তফা কামাল ও দুধা মিয়া অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তুল েবসবাস করছেন। বিষয়টি প্রমাণিত হলে ওই দুই দখলবাজকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা ওই চিঠিকে কোন কর্ণপাত না করে তাদের মতো করে দখল প্রক্রিয়া চালিয়েই যাচ্ছে। উপায়ুন্তুর না পেয়ে গত ১/১১/২০২০ইং তারিখ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী নেছার উদ্দিন। উক্ত দখলবাজরা শুধু নেছার উদ্দিনের বসতঘর-বাড়ি দখল করছে না, তারা ঐ এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারকে বিভিন্নভাবে হয়রানি এবং ভয়ভীতি দেখায়ে তাদের উচ্ছেদের হুমকি দিয়ে হাজার টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে মোস্তফা কামাল জানান, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, দখলবাজ ও চাঁদাবাজদের সাথে আমার কোন সম্পর্ক নাই। #