বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কাবিন না করায়’ বরগুনা সদরে শ্বশুরবাড়িতে এক যুবককে শিকলে বেঁধে রাখার অভিযোগে তার স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে আটক করেছে পুলিশ।
বরগুনা থানার এসআই ওবায়দুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামের পনু সরদারের বাড়িতে সোমবার রাতে এই অভিযান চালানো হয়।
ওই বাড়ি থেকে এই যুবকের স্ত্রী মৌসুমী আক্তার কাকলী, শ্যালক সোহাগ সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে আটক করা হয়।
উদ্ধার হওয়া আবুল খায়ের (২৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে।
বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে খবরটি শোনার পর এক ঘণ্টার মধ্যে পুলিশ ওই বাড়ি থেকে আবুল খায়েরকে উদ্ধার এবং তিন জনকে আটক করেছে।
আবুল খায়েরের শ্যালক সোহাগ সরদার সাংবাদিকদের বলেন, তার বোনের বিয়ের সময় কাবিন হয়নি। তাই কাবিন করতে বাধ্য করার জন্য ভগ্নিপতিকে বেঁধে রেখেছেন। কাবিন করলেই তাকে ছেড়ে দেওয়া হতো।
খাদিজা বেগম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তার জামাতা আবুল খায়ের তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার জামাতাকে শিকল দিয়ে বেঁধে রাখেন সোহাগ।
পনু সরদারের মেয়ে ও আবুল খায়েরের স্ত্রী মৌসুমী আক্তার কাকলী বলেন, দুই বছর আগে আবুল খায়েরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি মেয়ে আছে।
আবুল খায়ের বলেন, শ্বশুরবাড়ি যাওয়ার পরই শ্যালক সোহাগ সরদার তার পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম