বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের স্থগিত ম্যাচগুলো হওয়ার কথা আগামী বছর। তবে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাওয়া কাতার-বাংলাদেশ ফিরতি পর্বের ম্যাচটি হোক ডিসেম্বরেই। অনুমতি মিলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকেও। আজ এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য। আগামী ৪ঠা ডিসেম্বর কাতারের দোহায় স্বাগতিকদের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
গত বছরের ১০ই অক্টোবর ঘরের মাঠে দারুণ লড়াই করে কাতারের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। চার ম্যাচে তলানীতে থাকা বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট।