বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তাবক অর্পণ, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
গতকাল ১১ নভেম্বর সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনি ও যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুষ্পস্তাবক অর্পণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে র্যালী শেষ হয়। সেখানে জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ শহিদুল ইসলাম শহিদুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ, সদর উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. মোঃ লিটন সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, পৌর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, যুবলীগনেতা মোঃ আবুল বাশার সোহাগ, মোঃ গোলাম কিবরিয়া মোল্লা, মোঃ রনিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার,সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুইয়া,সহসভাপতি মোঃ আরিফ আলামিন প্রমুখ। সভায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিসহ সকল শহীদসহ প্রয়াত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবু জাফর। শেষে কেককাটেন নেতৃবৃন্দ। সকাল ৭টায় টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলা যুবলীগের সিনিয়র নেতা এড. হাফিজুর রহমান ও রেজাউল করিম সোয়েব এর নেতৃত্বে বৃক্ষ রোপন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত, দরিদ্রদের মাঝে খাবার বিতরন ও প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতি মোঃ রফিকুল ইসলাম, সহিদ মৃধা, মেরিন, শাহিন মৃধা, রাসেল, এইচ এম মোশারেফ, সোহাগ, সাইফ’ল ইসলাম রাসেল প্রমুখ।