বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি \ দৌতখানে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১নভেম্বর) সকালে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৫টায় যুবলীগের নেতা কর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি গোলাম সরওয়ার ভুট্টো তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশ্রাফুল আলম বিপ্লব’র সঞ্চালনায় টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাফিজল ইসলাম, গোলাম মোরশেদ কিরন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সবুজসহ প্রমুখ।