বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২ নভেম্বের।। দিনটি ছিল বৃহস্পতিবার। ১৯৭০ সালের এ দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় নিহত হয় প্রায় ৫০ হাজার মানুষ। ১০ ফুট উচ্চতার এই জলোচ্ছ্বাসে সেদিন ¯্রােতের টানে ভেসে যায় কয়েক লাখ মানুষ, গবাদি পশু ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ফসলি জমি। লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকার বিস্তীর্ণ জনপদ। ৫০ বছর আগের সে ভয়াল কলো রাতের কথা মনে পড়লে শিউরে উঠে উপকূলীয় এলাকার মানুষের । তাই ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছে উপকূলীয় এলাকাবাসী।
উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী এ শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয় উপকূল দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরের দিকে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ, প্রভাসক খান এ রজ্জাক সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ভয়াবহ সাইক্লোন ৫০ বছর পূর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবার ও ঘূর্ণীঝড়ে স্বজন হারানো স্মৃতিচারণ করেছেন। এসময় তারা উপকূল দিবসের দাবি জানান।