বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৪ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.কাওসার আলম (২৫) নামে এক পর্যটককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। ঢাকা-কলাপাড়া গামী এম.ভি এডভেঞ্চার -১১ নামে যাত্রীবাহি একটি লঞ্চে শনিবার এ ঘটনা ঘটে। সে বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্ধেসঢ়;্র চিকিৎসাধীন।
কাওসার আলম ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের মাষ্টার’র ছাত্র। সে চাঁদপুর জেলার তালতলী উপজেলার কচুয়া গ্রামের মো.আবুল হাশেম’র ছেলে । তবে তার ব্যবহৃত মোবাইল মোবাইল ফোন সহ কি পরিমান টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।
কাওসার আলমের বড় ভাই আবদুল হাই জানান, শুক্রবার রাতে সে চাঁদপুর থেকে কলাপাড়ার লঞ্চে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা করে। ঘটনাটি শুনে কলাপাড়ায় লোক পাঠিয়েছেন।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো.আসাদুর রহমান জানান, বিষয়টি কেউই তাদের জানায়নি,তবে এখনই হাসপাতালে লোক পাঠানো হচ্ছে।