বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউয়ের সকল ভেন্টিলেটর বন্ধ হওয়ায় তরুণ চিকিৎসক ডাঃ মারুফ হোসেনের মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ হয়ে বরিশালে মানববন্ধন করেছেন প্রগতিশীল চিকিৎসক ফোরাম ও বাংলাদেশ সামাজতান্ত্রিক দল বাসদ।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল চিকিৎসক ফোরামের সংগঠক ও জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমন, সংগঠক অপূর্ব গৌতম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা আইসিউ সহ সকল বিভাগের নষ্ট যন্ত্রপাতি সংস্কার, অনিয়ম দূর্নিতী বন্ধ ও চিকিৎসা সেবার মান বাড়ানোর জোড় দাবী জানায়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।