বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নগরীর ব্যস্ততম রুপাতালী সিটি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন এই অভিযানে গ্রেপ্তার যুবকের নাম সাজেদুল ইসলাম সাজু (২৮)।
গ্রেপ্তার সাজেদুল ইসলাম সাজু খুলনার বায়জিদ থানাধীন সাংটেনারি বটতলা এলাকার ফয়েজ আহমেদের ছেলে।
ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি থানাধীন রুপাতলী টোল প্লাজায় অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।’